প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে উত্তরা ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী বছরের ধারাবাকিহতায় এবার নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের।

ব্যাংকটির চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সময়ের অনিরিক্ষীতি আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যা কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। এর আগের বছর ২০২২ সালের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৪ পয়সা ইপিএস বেড়েছে। তাতে ৩১ মাস পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৬৫ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ২৯ টাকা ৫৪ পয়সা।

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি ২০২২ সালে মোট মুনাফা দাঁড়িয়েছে ২৭০ কোটি ৩৭ লাখ ৪ লাখ ৬৫ টাকা। যা আগের বছর ছিল ২২২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৭৬৭ টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে প্রায় ৪৮ কোটি টাকা বেশি ছিল। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য এক টাকা ৪০ পয়সা করে মোট ৯০ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৬৮৮ টাকা লভ্যাংশ এবং ১৪ শতাংশ হারে বোনাস শেয়ার লভ্যাংশ দেবে ব্যাংকটি। বর্তমানে শেয়ার সংখ্যা ৬৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৩টি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা দেবে ন্যাশনাল লাইফ