মরক্কো থেকে আমদানি হচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার

নিউজ ডেস্ক : দেশের কৃষি খাতের প্রয়োজন মেটাতে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ২৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা।

সূত্র জানায়,ফসল উৎপাদনে ডিএপি সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। দেশের কৃষি উৎপাদনে ডিএপি সারের চাহিদা মেটানোর লক্ষ্যে বিএডিসির মাধ্যমে মরক্কোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওসিপি থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০১০-২০১১ অর্থবছর থেকে ডিএপি সার আমদানি করা হচ্ছে। নিরাপত্তা মজুতসহ বাংলাদেশে ডিএপি সারের বাৎসরিক চাহিদা ১৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে প্রায় ১১ লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করে থাকে। তাছাড়া বিসিসিআই প্রায় ১ লাখ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করে থাকে। চাহিদার অবশিষ্ট প্রায় ৭ লাখ মেট্রিক টন ডিএপি সার বেসরকারি পর্যায়ের মাধ্যমে আমদানির বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন রয়েছে।

সূত্র জানায়, বিএডিসি এবং ওসিপি, মরক্কো এ মধ্যে ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্ত অভিন্ন রেখে ২০২২ সালের ২৩ অক্টোবর তারিখে চুক্তি নবায়ন করা হয়। বিএডিসি ওই চুক্তির আওতায় ২০২৩-২০২৪ সালে মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টনের ১৩টি লটে মোট ৫ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। রাষ্ট্রীয় পর্যায়ে সরাসরি ডিএপি সার ক্রয়ের জন্য ওসিপি,মরক্কো ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মূল্য নির্ধারণের পদ্ধতি অনুসরণ করে ডিএপি সারের মূল্য পরিশোধ করা হবে।

সূত্র জানায়,মরক্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক বাজার দর সংক্রান্ত দুটি প্রকাশনা আরগুস ফসফেট ও ফার্টিকন এ প্রকাশিত এফওবি দরের গড় থেকে ১০ ডলার বিয়োগ করে আমদানিতব্য সারের মূল্য নির্ধারণ করা হয়। মরক্কো থেকে ৩য় লটের ডিএপি সার আমদানির জাহাজীকরণের সময়সীমা ২০২৩ সালের ২০-২৫ মে সময়কালে নির্ধারণ করে প্রাইস অফার চাওয়ার প্রেক্ষিতে চুক্তির মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ওসিপি প্রতি মেট্রিক টনের জন্য ৫৪১.৫০ ডলার দরপ্রস্তাব করে।

সূত্র জানায়, ওসিপি, মরক্কো থেকে ৩য় লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ৫৪১.৫০ ডলার হিসেবে ব্যয় হবে মোট ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার। সোনালী ব্যাংকের গত ২ মে তারিখের বিনিময় হার অনুযায়ী প্রতি মার্কিন ডলার ১০৭.৭৭ টাকা হিসেবে টাকার অংকে ২৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা প্রয়োজন হবে। এর আগে মরক্কো থেকে সার আমদানির ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের প্রযোজ্য মূল্য ছিল ৫৫৯ ডলার। প্রতি মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ১৭.৫০ ডলার কমে আমদানি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকূটনীতিকদের বাড়তি নিরাপত্তার আবশ্যকতা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া ৪৯ দেশ, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরাতের