২০২৩-২৪ অর্থবছরে এডিপি ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক’র সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য খাতে বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধচিনির দাম বাড়ল