নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে। নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে সোনালী ব্যাংক ‘অতি উত্তম’ ক্যাটাগরিতে ৯৬ দশমিক ৬৬ নম্বর পেয়েছে।
রোববার (২৫ জুন) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের এপিএ চুক্তি সই অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে সোনালী ব্যাংক পিএলসির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এপিএ চুক্তিতে সই করেন। এ সময় অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
২০২০-২১ অর্থবছরেও এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল।