সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।
গত ৩০ মে প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এ এ এম হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ উপশাখা প্রাঙ্গণসমূহে উপস্থিত ছিলেন।

নতুন ৩টি উপশাখা হচ্ছে-সিলেটের বিয়ানীবাজারের কালীগঞ্জে, কুমিল্লার কালিয়াজুরীতে এবং নোয়াখালীর মাইজদী পৌরবাজারে।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম মানুষের প্রয়োজনে ও কল্যাণে ব্যাংকের জীবনঘনিষ্ট সেবাপণ্যসমূহের কথা উল্লেখ করেন এবং সবাইকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংকের গণশুনানি
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত