‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর ডিএসইর ৫ কোম্পানি

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার (২৫ জুন) থেকে কোম্পানিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

কোম্পানিগুলো হলো- রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএএসআরএম), সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অ্যাপলো ইস্পাত ও নূরানী ডাইং।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিগুলো বিএসইসির আইন অমান্য করায় কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌরুট