ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে

নিউজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ জুন) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.২৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১১ থেকে ১৫ জুন) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.২৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৮ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমেছিল।

পূর্ববর্তী নিবন্ধআজ শেষ ফ্লাইট, কাল শুরু হজের আনুষ্ঠানিকতা
পরবর্তী নিবন্ধ১১ মাসেও রাজস্বে ৩৪ হাজার কোটি টাকা পিছিয়ে