পূবালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ জুন ২০২৩ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মনজুরুর রহমান।

৪০তম বার্ষিক সাধারণ সভায় পূবালী ব্যাংক লিমিটেড এর সম্মানিত শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য ১২.৫০% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সম্মানিত পরিচালক এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

শেয়ার হোল্ডারবৃন্দ ব্যাংকের সার্বিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি ব্যাংকের উত্তরোত্তর উন্নতির জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সবশেষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ উপশাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যা ঠিক হবে : পরিকল্পনামন্ত্রী