
প্রেস বিজ্ঞপ্তি : এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়া সদর ও সোনাতলা উপজেলার ১০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এর সভাপতিত্বে সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি বগুড়ার সোনাতলা উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।
এসময় সোনাতলা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান, বালুয়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। এছাড়া, বগুড়া সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এর সভাপতিত্বে বগুড়ার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংক, বগুড়া এর পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এবং উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।