নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এ অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
সবুজ অর্থনীতি প্রতিষ্ঠায় রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ১৩ জুন ২০২৩, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী চুক্তিতে সই করেন।
এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ জাকির হোসেন এবং অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জীতেন্দ্র কৈরী উপস্থিত ছিলেন।