নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (২০ জুন) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানি দুইটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। আর প্রিমিয়ার ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।