সাধারণ শেয়ার ইস্যু করবে ইভিন্স টেক্সটাইল

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ইভিটেক্স ফ্যাশনসের সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ফেস ভ্যালুতে ১:১.৮ অনুপাতে সাধারণ শেয়ার ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুতে শেয়ার ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে কোম্পানিটি শেয়ার ইস্যু করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর ব্যয় বাড়ছে ১১১৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআইসিসিবিতে দক্ষিণ এশিয়ার সেরা টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী শুরু