অর্গানিক নিউট্রিশন লিমিটেড ও আরোগ্যর মধ্যে সমঝোতা

নিউজ ডেস্ক : অর্গানিক নিউট্রিশন লিমিটেড ও আরোগ্য লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২১ জুন) রাজধানীর মিরপুরে আরোগ্য লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ ও আরোগ্য লিমিটেডের সিনিয়র ম্যানেজার, সেলস অ্যান্ড অপারেশন আবু শাইখ মো. ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তিপত্রের ফলে অর্গানিক নিউট্রিশন লিমিটেড উৎপাদিত কারকুমা ব্র্যান্ডের সব পণ্য এখন থেকে আরোগ্যতে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশনের হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট মো. মাহবুবুর রহমান, হেড অব ফিন্যান্স আশিকুর রহমান, ডিজিটাল মার্কেটিং ইনচার্জ তন্ময় মিশরা, আরোগ্য লিমিটেডের আশরাফুল হুদা (ম্যানেজার, হিউম্যান রিসোর্স), নোমান আহমেদ (ডেপুটি ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), মিয়া মো. জুনাইদ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অর্গানিক নিউট্রিশন লিমিটেড বাংলাদেশের প্রথম অর্গানিক সার্টিফাইড ফাংশনাল ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ২০১৭ সাল থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসহায়ক ফাংশনাল ফুড উৎপাদন ও বাজারজাত করে আসছে।

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ফাংশনাল ফুডের কাঁচামালগুলো সরাসরি যুক্তরাষ্ট্র, জাপান, শ্রীলঙ্কা এবং তুরস্কের বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আমদানি করা হয়, যা ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড প্রতিষ্ঠান স্বীকৃত।

এছাড়াও পণ্যগুলো অর্গানিক নীতিমালা অনুসরণ করে সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ করা হয়। এরইমধ্যে এই পণ্যগুলো বাজারে গ্রাহক পর্যায়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রামে পশুহাট সংলগ্ন ব্যাংক রাত ১০টা পর্যন্ত খোলা