এপিএ বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন


নিজস্ব প্রতিবেদক: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে অর্জিত প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। রোববার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এর সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এঁর হাতে এ পুরস্কার তুলে দেন। ২০২১-২০২২ অর্থবছরে এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি রাষ্ট্রায়ত্ত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিজ এবং যৌথ ক্যাটাগরীতে সর্বোচ্চ ৯৮ দশমিক ৩৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। এপিএ বাস্তবায়নে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জনকারী বিএইচবিএফসি পুরস্কার গ্রহণের পাশাপাশি এফআইডির সাথে ২০২৩-২০২৪ অর্থ বছরের এপিএ চুক্তি স্বাক্ষর করে। এফআইডি’র পক্ষে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বিএইচবিএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এ চুক্তি স্বাক্ষর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফআইডি’র অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, যুগ্ম সচিব ও এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আকতার বানু, এফআইডির আওতাধীন মোট ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং এসব প্রতিষ্ঠানের এপিএ টিম লিডার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তিরক্ষা মিশনে তিন দশক ধরে অবদান রাখছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধএপিএ বাস্তবায়নে প্রথম পুরস্কারে ভূষিত হলোবাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন