বাজেট ঘোষণার দিন চাঙা শেয়ারবাজার

নিউজ ডেস্ক : নতুন (২০২৩-২৪) অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার (১ জুন) চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪১ পয়েন্ট।

ফলে বুধবার দরপতনের পর বৃহস্পতিবার শেয়ারবাজারে উত্থান হলো। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৯টির আর অপরিবর্তিত ছিল ৪ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৪ প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৩৫৪ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১ লাখ ২৬ হাজার টাকা।

লেনদেন হওয়া ৩৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। পরের তালিকায় রয়েছে সি পার্ল হোটেল রিসোর্টস অ্যান্ড স্পার শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, নাভানা ফার্মা, রূপালী লাইফ ইনস্যুরেন্স, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, প্রগতি ইনস্যুরেন্স এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১২২ টির দাম।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ০৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৬০০ টাকার শেয়ার।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রিসভায় নতুন বাজেট প্রস্তাব অনুমোদন
পরবর্তী নিবন্ধসংসদে প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী