সুনামগঞ্জ সংবাদদাতা: পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে ছাতক পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।
রোববার (১৮ জুন) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সকালে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভারতের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার। গত রাত ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এখনও পানি বাড়ছে।
পৌর শহরের বাসিন্দা সায়েম আহমেদ বলেন, চারদিকে পানি আর পানি। খুব আতঙ্কে আছি। এবারও যদি বন্যার পানি আসে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে।
আকস্মিক নদীর পানি বাড়তে থাকায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার মানুষ।
তাহিরপুরের শক্তিয়ারখলা এলাকার বাসিন্দা শামসুল উদ্দিন বলেন, পাহাড়ি পানি নামলেই প্রথমে আমাদের বিপদ হয়। আমরা চলাচল করতে পারি না। গরু-ছাগল নিয়ে মহা বিপদে পড়ে গেছি।