দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হিসেবে নুরুন নাহারের যোগদান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করেছেন নুরুন নাহার। রোববার (২ জুলাই) তিনি এ পদে যোগদান করেন। তাকে এইচআরডিসহ মোট ১৪টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) ছিলেন।

শনিবার ১ জুলাই মেয়াদ পূর্ণ হয় ডেপুটি গভর্নর আহমেদ জামালের। এরপর শূন্য পদটিতে তার বিপরীতেই যোগ দেন নুরুন নাহার। এ পদে নুরুন নাহার দ্বিতীয় নারী, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ কার্যকর হয় আড়াই মাস পর, অর্থাৎ ২ জুলাই থেকে।

প্রজ্ঞাপনে মতে, নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নুরুন নাহারকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।

নতুন ডেপুটি গভর্নর নুরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিএসসি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সহকারী পরিচালক হিসেবে তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ১৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি
পরবর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা তৈরী ও উন্নয়ন প্রশিক্ষণ