বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার আদমদিঘী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ট্রাকমালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৪৯
পরবর্তী নিবন্ধসৌ‌দিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু