শুদ্ধাচার পুরস্কার পেলেন আইএফআইসি ব্যাংকের ৬ কর্মী

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য আইএফআইসি ব্যাংকের ৬ কর্মীকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) আইএফআইসি টাওয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০২১-২০২২ শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত কর্মীদের হাতে শুদ্ধাচার পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এ পুরস্কার তুলে দেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, হেড অব এইচআরএম ডিভিশন সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে টপ এক্সিকিউটিভ ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা, এক্সিকিউটিভ ক্যাটাগরিতে যৌথভাবে পেয়েছেন দিলিপ কুমার মণ্ডল ও নাঈমুর রহমান, অফিসার ক্যাটাগরিতে জিয়াউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার ক্যাটাগরিতে হেলাল আহমেদ এবং সাপোর্ট স্টাফ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহেব আলী।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, সরকার প্রবর্তিত শুদ্ধাচার পুরস্কার ব্যাংকের সকল কর্মীদের মাঝে কর্মউদ্দীপনা বাড়াবে।

উল্লেখ্য, ব্যাংকের কর্মীদের সততা নির্দেশিকা অনুশীলনে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতির নির্দেশনা প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংক এ নির্দেশিকা অনুসরণ করে শুদ্ধাচার পুরস্কার প্রবর্তন শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধইতালিতে বাংলাদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআরও ১২ অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের অনুমতি