নিজস্ব প্রতিবেদক : ৩৩তম মানুষ এবং প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছেন দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল। কিন্তু এ জয়ের পর ইকরামুল হাসান শাকিল কিছু টাকার জন্য আটকে ছিলেন কাঠমান্ডুতে। সেই সংকট কেটে গেছে মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ-এর প্রচেষ্টায়।
সংকট কেটে যাওয়ার পর প্রথম ফেসবুক লাইভে এসে নগদকে ধন্যবাদ দিয়েছেন হিমালয়জয়ী শাকিল। তিনি বলেছেন, শেষ সময়ে এসে আমি বেশ আর্থিক সংকটে পড়েছিলাম। এজন্য অনেকের কাছেই সহায়তা চেয়েছিলাম। কিন্তু একেবারেই যেচে এসে আমার পাশে দাঁড়িয়েছে নগদ। নগদ আপনাদের সবার পরিচিত প্রতিষ্ঠান। তারা আমাদের প্রতিষ্ঠান, তারা তরুণদের পাশে থাকে সব সময়। আমার এ সাফল্য নিয়ে ফেরাটা নিশ্চিত করায় আমি নগদকে অনেক ধন্যবাদ জানাই।
পৃথিবীর অন্যতম দুর্গম ট্রেইল হলো দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল। শাকিলের এই ট্রেইলে দীর্ঘ অভিযানটি শুরু হয় গত বছরের জুলাই মাসে। মাঝে বাংলাদেশ-নেপালের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুটি পর্বত সফলভাবে আরোহণ করেন শাকিল। ৪১ দিনের এ ট্র্যাকিং শেষে আবার গ্রেট হিমালয়ান ট্রেইলের মানাসলু সার্কিট অংশে ফিরে যান তিনি। রুবি ভ্যালি শেষ করে পৌঁছে যান ল্যাংটাং অঞ্চলে। মধ্যে ভিসা ও অন্যান্য কাজে আরেকটি বিরতি দিয়েছিলেন। অবশেষে ৯ জুলাই ট্রেইল শেষ করেও দেশে ফিরতে পারছিলেন না টাকার অভাবে।
সমস্যার সমাধান করা নিয়ে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, শাকিলের মতো ছেলেরা আমাদের গর্ব। তারা বিশ্বের সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আমি কাল যখন পত্রিকায় পড়লাম যে, অল্প কিছু টাকার জন্য তার দেশে ফেরা আটকে গেছে, খুব খারাপ লেগেছে। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, তার পাশে থাকবো। কারণ, নগদ এরকম নতুন কিছু করাতেই বিশ্বাস করে।
প্রথম বাংলাদেশি হিসেবে এ সাফল্য অর্জন করে শাকিল বলেন, এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন তিনি আরও বড় কিছু করতে চান।