ইসলামী ব্যাংকের ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক : ‘আগামী এখনই’-স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলটারনেটিভ ব্যাংকিং উইং প্রধান মিজানুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, চিফ হিউম্যান রির্সোসেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোনাস লভ্যাংশ দিলো ৩ ব্যাংক
পরবর্তী নিবন্ধযখন যে কাজ করেছি লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা : প্রধানমন্ত্রী