কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউলকে ময়মনসিংহে বদলি

নিউজ ডেস্ক : পদোন্নতি পাওয়ার আট মাস পর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হককে ময়মনসিংহ অফিসে বদলি করা হয়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ময়মনসিংহ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিমকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। গত রোববার এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বর নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার দিনই কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব পান মেজবাউল হক। এর আট মাস পর ময়মনসিংহ অফিসে বদলি করা হলো তাকে।

বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি বিধান অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভাগ পরিবর্তন হয়। নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতির পেলে কর্মরত বিভাগীয় কার্যালয় বদল করা হয়। অর্থাৎ কোনো পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক পদ) পদের কর্মকর্তা পরবর্তী ধাপের পদোন্নতি হিসেবে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলে তাকে বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো কার্যালয়ে বদলি হতে হবে। বিশেষ ক্ষেত্রে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ভিন্ন কার্যালয়ে বদলি করে না বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে, ওই কর্মকর্তার অবসর নেওয়ার সময় ঘনিয়ে আসা।

প্রধান কার্যালয় ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, মতিঝিল, রাজশাহী, ঢাকার সদর ঘাট, বগুড়া, খুলনা, ময়মসিংহ, রংপুর ও সিলেট মিলিয়ে ১০টি কার্যালয় রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

পূর্ববর্তী নিবন্ধএবি ব্যাংকের কলারোয়া উপশাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধগ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত