নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন ৯শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
প্রধান সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৯০ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৫টি এবং কমেছে ১১৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭১টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৪ দশমিক ৭৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ দশমিক ৪৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭ দশমিক ২৫ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ২১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টি, কমেছে ৯৫টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২০ দশমিক ৮০ পয়েন্টে। সিএসআই সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৬৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক দশমিক ৯০ পয়েন্ট এবং সিএসসিএক্স ৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৩৪ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৮ দশমিক ২২ পয়েন্টে এবং ১১ হাজার ১৮৭ দশমিক ২৭ পয়েন্টে।