ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

নিউজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (৮ জুলাই) ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৩.২০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনে কোম্পানির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ২৭.১০ টাকায়। এর মাধ্যমে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের ৩৬.৩৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩৬.১৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ২১.৮০ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ২১.৬৭ শতাংশ, রূপালী ব্যাংকের ১৬.৬৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.১৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩.৮২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১১.৭৮ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ১১.৩৬ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪ : যাত্রী কল্যাণ সমিতি