বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হলেন সাবেক অতিরিক্ত আইজি ফাতেমা

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হয়েছেন সাবেক অতিরিক্ত আইজি ফাতেমা বেগম। পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তার নিয়োগ অনুমোদন করে। বাংলাদেশ ফাইন্যান্সের অডিট কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন তিনি।

সোমবার বিকেলে (৩১ জুলাই) বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে ৩১ বছরের গৌরবোজ্জ্বল ক্যারিয়ারে ফাতেমা বেগম বাংলাদেশ পুলিশে শীর্ষ পদে কর্মরত ছিলেন।

অবসর নেওয়ার আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজি পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১৯৮৪ সালে পুলিশে যোগ দেন।

বাংলাদেশ ফাইন্যান্সে ফাতেমা বেগমের এ নিয়োগকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফাতেমা বেগমের বোর্ডে অন্তর্ভুক্তকরণ, বাংলাদেশ ফাইন্যান্সের অবস্থানকে সুসংহত ও সুদৃঢ় করবে।

এ নিয়োগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে ফাতেমা বেগমের যোগদান ও অবদান, বোর্ডকে বৈচিত্র্যপূর্ণ করবে। পাশাপাশি তার দক্ষতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ ফাইন্যান্স বহুদূর এগিয়ে যাবে।

এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হিসেবে যোগ দিতে পেরে তিনি গর্বিত, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটির সেবা পেয়েছেন পৌনে ৪ লাখ মৎস্যচাষি
পরবর্তী নিবন্ধডলার সংকটে আমদানি কমেছে বুড়িমারীতে