নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।
সোমবার (৩ জুলাই) সকাল থেকে শুরু হয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটি শেষে সকাল থেকে বন্দরে ভারত, নেপাল ও ভুটান থেকে পাথরবোঝাই শতাধিক ট্রাক প্রবেশ করেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই -খুদা মিলন সময় সংবাদকে জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (৩ জুলাই) সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
আর বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও; স্থলপথে বাংলাদেশ ও ভারতে যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।
এর আগে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের সিদ্ধান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।