বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে ইউনিয়ন ব্যাংকের প্রচারণা

প্রেস বিজ্ঞপ্তি : ইউনিয়ন ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় সম্প্রতি ‘প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন ব্যাংকের ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং এর সুপারভাইজার এসইভিপি মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দাবাজার শাখা, সিলেটের শাখা প্রধান হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রান্তিক শ্রেণীর পেশাজীবি।

অনুষ্ঠানে প্রবাসী আয়ের প্রতি গুরুত্ব, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রেরণের উপকারিতা, হুন্ডির মাধ্যমে টাকা প্রেরণের ক্ষতিকর দিক সংক্রান্ত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবায়ুচালিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করবে ডেনমার্ক
পরবর্তী নিবন্ধবিপর্যয় এড়াতে শস্য চুক্তি অব্যাহত রাখার দাবি