লঙ্কাবাংলা ফাইন্যান্সের মুনাফা কমেছে

নিউজ ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ৩ মাসে কোম্পানির মুনাফা বাড়লেও দুই প্রান্তিক মিলে মুনাফা কমেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন,২৩ পর্যন্ত ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ পয়সা।

এদিকে, জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৫৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে।

গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৫৩ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধ২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি
পরবর্তী নিবন্ধএসএসসির ফল: শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার