নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে হাজার কোটি টাকার ঘরে পৌছেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি। একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৭১ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩টি এবং কমেছে ১১৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫১ দশমিক ১০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ দশমিক ৯৩ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৭১টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৮ দশমিক ৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট এবং সিএসসিএক্স ৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৪৩ পয়েন্টে, ১৩ হাজার ৪১০ দশমিক শূন্য ৮ পয়েন্টে এবং ১১ হাজার ২১৯ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ দশমিক ৯৩ পয়েন্টে।