নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সূচক পতনের একই অবস্থায় লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। দুই স্টকের কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে।
তবে আগের কার্যদিবস চেয়ে এদিন উভয় স্টকের লেনদেন পরিমান বেড়েছে। ডিএসইতে লেনদেন বেড়ে সাড়ে নয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন ১৯ কোটি টাকার ঘরে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮টি এবং কমেছে ৯৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৩টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৫ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৬ দশমিক ৭৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৮৩ দশমিক ১৮ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টি, কমেছে ৬৯টি এবং পরিবর্তন হয়নি ৮৬টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট, সিএসসিএক্স দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ৮৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৭২ দশমিক ৯৬ পয়েন্টে, ১১ হাজার ২২৭ দশমিক ৯৪ পয়েন্টে এবং ১ হাজার ১৮০ দশমিক ৬২ পয়েন্টে।