শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি

নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে।

একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৬০০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টি এবং কমেছে ১২০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮১টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৪ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক শূর‌্য ১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৩ দশমিক ৫৩ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৪ দশমিক ৪৭ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ৮০ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টি, কমেছে ৭০টি এবং পরিবর্তন হয়নি ৭৯টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৬ দশমিক ৪০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট, সিএসসিএক্স ১২ দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ২৯ পয়েন্টে, ১১ হাজার ১৯৪ দশমিক ৪৭ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৯ দশমিক ১৭ পয়েন্টে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি-রাশিয়ার ঘোষণায় ফের বাড়লো জ্বালানি তেলের দাম
পরবর্তী নিবন্ধরপ্তানি আয়ে শর্তসাপেক্ষে কর অব্যাহতি