নিউজ ডেস্ক : সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মতিতে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।
সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস রেহানা রহমান, মো. আকিকুর রহমান, ম. মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স লি.), মিস আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক, সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রাঃ) লিমিটেড), স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কর্তৃক ৩১ ডিসেম্বর, ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩১ মার্চ, ২০২৩ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদের জন্য এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ ঘোষণা করেছে।