সিঙ্গার বাংলাদেশের মুনাফা বেড়েছে

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানির মুনাফা বেড়েছে ১৬ শতাংশ।

রোববার (২৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.৪০ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ৩.৩২ টাকা বা ২৩৭.১৪ শতাংশ।

এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৮৫ টাকা। আগের হিসাব বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.৩১ টাকা। সে হিসেবে এ সময়ের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ৩.৫৪ টাকা বা ১৫৩.২৪ শতাংশ।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৮৩ টাকায়। আর ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (২.৫৮) টাকা।

পূর্ববর্তী নিবন্ধআইএমফের হিসাবে রিজার্ভ এখন সাড়ে ২৩ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধযমুনা ব্যাংকের পর্ষদ সভা ২৭ জুলাই