দিনাজপুর প্রতিনিধি : তিন সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি পাইকারি বাজারে আদার দাম কমেছে কেজিতে ২৫০ টাকা। প্রকার ভেদে ৪০০ টাকার আদা এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে।
হিলি বাজার ঘুরে জানা গেছে, ঈদের আগে পরও এই বাজারে প্রতি কেজি আদা বিক্রি হয় ৪০০ টাকা করে। গত চার দিন আগে দাম কমে পাইকারি বাজারে বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে। এখন তা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি।
সবজি কিনতে আসা মতিয়ার রহমান বলেন, কিছু দিন আগেও আদার যে দাম ছিলো তা আমাদের মতো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিলো। এখন অনেক দাম কমে গেছে। ১৬০ টাকা কেজি দরে আধা কেজি কিনলাম।
সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, আদার দাম কমে গেছে। ১৬০ টাকা পাইকারি কিনে তা ১৮০ টাকা খুচরা বিক্রি করছি।
পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ঈদের আগে ৪০০ টাকার বেশি দাম ছিলো। গত তিন থেকে চার দিন আগে দাম কমে ২০০ টাকা কেজি পাইকারি বিক্রি করেছি। এখন ১৬০ টাকা কেজি বিক্রি করছি। এসব আদা বার্মা থেকে আমদানি হচ্ছে। আশা করছি, আমদানি বাড়লে দাম আরও কমে যাবে।