
নিউজ ডেস্ক : পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি প্রথম বছরে তিন হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করবে এমারাল্ড অয়েল থেকে। পরের বছর ধীরে ধীরে তেল আমদানি বাড়াবে কোম্পানিটি।
রোববার (২৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
এসময় এমারাল্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম। বে-বর্নের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।
এসময় উপস্থিত ছিলেন এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অতিথিবৃন্দ।
চুক্তি অনুযায়ী, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম বছরে সফলভাবে সরবরাহের পর, উভয় পক্ষের পারস্পরিক বোঝাপড়া অনুসারে পরের বছরগুলোতে তেল আমদানির পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। এরপর বিক্রেতা-ক্রেতা দ্বারা মনোনীত শিপিং কোম্পানির কাছে সরবরাহ করবে। আর বিতরণ খরচসহ আনুষঙ্গিক ক্রেতা বহন করবেন।