গত অর্থবছরে আরএমজি পণ্য রপ্তানি আয় ৪৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : গত অর্থবছরের জুন মাসে মোট ৫ দশমিক ০৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের মধ্যে শুধু আরএমজি পণ্য রপ্তানি করে ৪ দশমিক ৩৬ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ; যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে এই খাতের মোট রপ্তানি আয় ৪৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

আরএমজি রপ্তানি পণ্য প্রধানত দুটি বিভাগ নিয়ে গঠিত- ওভেন ও নিটওয়্যার।

গতকাল সোমবার (৩ জুলাই) বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জুন মাসে রপ্তানি করা পোশাকের মধ্যে ১ দশমিক ৯০ বিলিয়ন ডলারের ওভেন পোশাক এবং ২ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য মোট ২১ দশমিক ২৫ বিলিয়ন ডলার ওভেন এবং ২৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। সদ্যসমাপ্ত অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার, তাই আরএমজি রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা গেছে, বাংলাদেশ ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও সেবা রপ্তানি করেছে। এর মধ্যে আরএমজি খাতের আয়ের পরিমাণ মোট রপ্তানি আয়ের ৮৪ দশমিক ৬ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের ‘রিটায়ার্ড/সিনিয়র সিটিজেন গ্রাহক সেবা মাস’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার