ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক : ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য অনলাইন আবেদন দাখিলের সময়সীমা আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান ডিজিটাল লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

রোববার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার আবেদনের লক্ষ্যে সব আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে গত ২০ জুন প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের মৌচাক মার্কেট শাখার নতুন ভবনে কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৮,৯৭৮ কোটি টাকা