পাটগ্রামে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক : এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখার ব্যবস্থাপক মো. জাকির আনাম বিশেষ সম্মানিত অতিথি হিসেব উপস্থিত থেকে মোট ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

এ সময় পাটগ্রাম পৌরসভা মেয়র মো. মোফাজ্জল হোসেন (লিপু), পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার এবং এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক মো. নাজির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচিকে স্বাগত জানান।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখার ব্যবস্থাপক মো. জাকির আনাম বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সিএসআর এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা তৈরী ও উন্নয়ন প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধবিএসইসি ও ইউএনডিপি’র সমঝোতা স্মারক