প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কলাবতী শাড়ি ও গহনার কারিগররা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কলাগাছের তন্তু থেকে কলাবতী শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দল।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গণভবনে কলাগাছের তন্তু থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এসময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী।

এরপর প্রধানমন্ত্রী কলাগাছের তন্তু থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।

পরে প্রধানমন্ত্রী কলাগাছের তন্তু থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সকলকে উপহার দেন।

পূর্ববর্তী নিবন্ধহিলিতে আদা কেজিতে কমলো ২৫০ টাকা
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ হাজি, নিহত বেড়ে ১০৯