৩ ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি ব্যাংক), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং উত্তরা ব্যাংক।

তথ্য মতে, ব্যাংকগুলোর মধ্যে এসবিএসি ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় এবং উত্তরা ব্যাংকের আগামী ২৪ জুলাই বিকেল ৪টায় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধপূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হয়েছে: এডিবি
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে ফের বিমার দাপট