বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে সিমটেক্স

নিউজ ডেস্ক : নানা গুজবে পতনের মধ্যদিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এ পতনের বাজারে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ কোম্পানির শেয়ার।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২ দশমিক ৭২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৯০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মেলিতভাবে বেড়েছে ২৩ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২২ টাকা ৮০ পয়সা।

শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিাটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকা।

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া ২০২২০ সালে ৫ শতাংশ নগদ, ২০১৯ সালে ৯ শতাংশ নগদ ও ৫ শতংশ বোনাস শেয়ার এবং ২০১৮ সালে ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ার প্রতি ৬৩ পয়সা মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৬৯ পয়সা।

৭৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি। এর মধ্যে ৩১ দশমিক ৬৫ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫৮ দশমিক ৪৭ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার আছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। ৫ দশমিক ৬৮ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৩ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৩ দশমিক ৫৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৪ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ১ দশমিক ৭৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৬০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১ দশমিক ৫০ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১ দশমিক শূন্য ৮ শতাংশ দাম বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধশফিউদ্দিন শামীম এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন কংগ্রেসম্যান