ব্যবসা বাড়াতে বিজিএমইএতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক : পোশাকশিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বিশ্বের বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরা তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে দেখা করেছেন। বুধবার (২৩ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এসময় তারা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা এবং কীভাবে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো যায়- সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী বিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের শিল্পের সক্ষমতা বিকাশের জন্য শিল্প ও বিজিএমইএ প্রধান অগ্রাধিকারগুলো অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, ইনডিটেক্স, পিভিএইচ, এল কোতে ইঙ্গলস, কনতুর এবং ভিএফ করপোরেশনসহ আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের দেশীয় প্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ
পরবর্তী নিবন্ধসূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন