ব্রিকসে সাত মাসে চীনের বাণিজ্য ২.৩৮ ট্রিলিয়ন ইউয়ান

নিউজ ডেস্ক : ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে চীনের আমদানি ও রপ্তানি চলতি বছরের প্রথম সাত মাসে ২.৩৮ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ৩২৬.৩ বিলিয়ন ডলার) পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৯.১ শতাংশ বেশি।

সোমবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক প্রশাসন। জানুয়ারি-জুলাই সময়কালে, রাশিয়া, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ১০ দশমিক ১ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় তা ১ দশমিক ৬ শতাংশ বেশি।

২০২২ সালে ব্রিকস দেশগুলোর সঙ্গে চীনের মোট বৈদেশিক বাণিজ্য হয়েছে ৩ দশমিক ৬৯ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত একটি উদীয়মান-বাজার ব্রিকস, যা বিশ্ব জনসংখ্যার প্রায় ৪০ এবং বিশ্ব অর্থনীতির প্রায় এক চতুর্থাংশের শতাংশ প্রতিনিধিত্ব করে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইএফডিএমএস চালু: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম