লেবাননে পোশাক রপ্তানি বাড়াতে সহযোগিতা চাইলো বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক : লেবাননে পোশাক রপ্তানি বাড়াতে সহযোগিতা চেয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এ ভি এম জাভেদ তানভীর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।

ফারুক হাসান বলেন, লেবাননে পোশাক রপ্তানি বাড়ানোর উপায় অনুসন্ধান করতে হবে। এক্ষেত্রে আমরা আপনার (রাষ্ট্রদূত) সহযোগিতা কামনা করি। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অংশীজনদের কাছে শিল্পের উৎসাহ ব্যঞ্জক সাফল্য তুলে ধরতে আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পোশাক শিল্পের সর্বশেষ অগ্রগতি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের কল্যাণের ক্ষেত্রে শিল্পের ব্যাপক রূপান্তরের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তারা বিভিন্ন বিষয়ে বিশেষ করে লেবাননের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি উচ্চমূল্যের পোশাক উৎপাদন এবং প্রচলিত ও নতুন- উভয় বাজারে রপ্তানি বাড়ানোর জন্য শিল্পের জোরালো প্রচেষ্টার বিষয়ে তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছরে দেশের জিডিপি বেড়েছে সাড়ে ৪ গুণ: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের জাতীয় শোক দিবস পালন