সোনালী ব্যাংক ও তেজগাঁও কলেজের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং তেজগাঁও কলেজের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। সোনালী ব্যাংকের পক্ষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং তেজগাঁও কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক হারুন-অর-রশিদ চুক্তিপত্র সই ও হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ মনিরুজ্জামান, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরা, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং কলেজের শিক্ষক, কর্মকর্তাসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিম নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
পরবর্তী নিবন্ধবিআইএফ এর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া