ইলেকট্রিশিয়ানের পরিবারকে আর্থিক সহায়তা দিলো বিজলী ক্যাবলস্

নিউজ ডেস্ক : বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত এক নিবন্ধিত ইলেকট্রিশিয়ানের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান বিজলী ক্যাবলস্।

সম্প্রতি হবিগঞ্জ জেলার মাধবপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত ইলেকট্রিশিয়ান আফজাল ভূঁইয়ার পরিবারের হাতে চেক তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। চেক গ্রহণ করেন নিহতের মা সালেহা আক্তার।

আফজাল ভূঁইয়া হবিগঞ্জের মাধবপুরে উপজেলার বাসিন্দা এবং বিজলী ক্যাবলস্ নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি চলতি বছরের মার্চে পেশাগত দায়িত্ব পালনের সময় বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রাণ হারান।

আর্থিক সহায়তার বিষয়ে বিজলী ক্যাবলস্-এর হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, বর্তমানে আমাদের ৩৫ হাজার নিবন্ধিত ইলেকট্রিশিয়ান রয়েছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। তাছাড়া আর্থিক সহায়তাও দিয়ে থাকি। এরই অংশ হিসেবে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিজলী ক্যাবলস্ -এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) আতিকুর রহমান, সিনিয়র ম্যানেজার (অপারেশন) মীর হোসেন ও তানভীর হোসেনসহ স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রয় সমিতির নেতারা।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগই পারে এ দেশের ভাগ্য পরিবর্তন করতে, প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবদলে গেল ইসলামী ব্যাংকের নাম