কেরানীগঞ্জে গুদামে অগ্নিকাণ্ডে মারা গেলেন পরিবারের ছয়জনই

নিউজ ডেস্ক : কেরানীগঞ্জের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ রোজা মনি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ছয়জনই মারা গেল। শুক্রবার (১৯ আগস্ট) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ নিয়ে গুদামটিতে অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর মঙ্গলবার (১৫ আগস্ট) ঘটনাস্থলেই মারা যায় তিনজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে রোজা মনির বাবা সোহাগ মিয়া, মা মিনা আক্তার, বোন তাইয়েবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও জেসমিনের মেয়ে তিশা মারা যায়।

গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় একটি টিনশেডের রাসায়নিক গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। গুদামের পাশে থাকা একই পরিবারের সবাই এ অগ্নিকাণ্ডে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধআদানি পাওয়ারে ১.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করলো জিকিউজি পার্টনার্স
পরবর্তী নিবন্ধমিয়ানমারে কার্যক্রম বন্ধ করছে এইচ অ্যান্ড এম