
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। ডলার শক্তিশালী হওয়ায় বেড়েছে বন্ড বিক্রিও। এর ফলে অন্তত এক শতাংশ দাম কেমেছে সোনার।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই কারণে ব্যবসায়ীরা স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন। এজন্যই মূলত কমে গেছে সোনার দাম।
মঙ্গলবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম হ্রাস পেয়েছে ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৪৪ ডলার ০২১৭ সেন্ট। গত সপ্তাহে যা ছিল ১৯৫০ ডলারের ওপরে।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে ১.৩০ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮১ ডলার ৬ সেন্টে।
বিশ্বব্যাপী দাম দিন দিন বেড়েই চলছে স্বর্ণের। গত মাসে মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে ২.৫০ শতাংশ। এটা আগের চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।