বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও প্লাসিড এনকের মধ্যে চুক্তি সই

প্রেস বিজ্ঞপ্তি : এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা প্লাসিড এনকে করপোরেশন এর মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন সহজেই। সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং প্লাসিড এনকে করপোরেশন এর মধ্যে এ বিষয়ক চুক্তি সই হয়েছে।

রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং প্লাসিড এনকে করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির ইভিপি ও সিএফও মোহাম্মদ এইচ রশিদ চুক্তিতে সই করেন। এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং প্লাসিড এনকে করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি হেড ফারুক হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ শুরু হচ্ছে এশিয়া কাপ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীতে ইসলামী ব্যাংকে আলোচনা সভা