নিউজ ডেস্ক: মিডল্যান্ড ব্যাংক লিমিটেড রেমিট্যান্স ড্রয়িং ব্যবস্থা স্থাপনের জন্য গ্লোবাল মানি ট্রান্সফার কোম্পানি প্লাসিড এনকে করপোরেশনের সঙ্গে সহযোগিতা করেছে। যা নিরবচ্ছিন্ন এবং নিরাপদ ক্রস বর্ডার ফান্ড ট্রান্সফারকে উৎসাহিত করে। এ ব্যবস্থার মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক তার শাখা এবং এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলো থেকে প্ল্যাসিড এক্সপ্রেসের মাধ্যমে রেমিট্যান্স বিতরণ করতে সক্ষম হবে।
গত বৃহস্পতিবার (৩ আগস্ট) মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ-জামান এবং প্ল্যাসিড এনকে করপোরেশনের পরিচালক মোহাম্মদ রশিদ ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্লাসিড এক্সপ্রেস ৪০টিরও বেশি দেশে বসবাসকারী অনাবাসি বাংলাদেশিদের প্রিয়জনকে অর্থ পাঠানোর জন্য একটি সাশ্রয়ী এবং দক্ষ মানি ট্রান্সফার কোম্পানি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং মালয়েশিয়ার অনেক শীর্ষস্থানীয় মানি সার্ভিস এজেন্সি থেকে প্লাসিড এক্সপ্রেসের মানি ট্রান্সফার পরিষেবা চালু করা হয়েছে। এর পরিষেবা ইউরোপীয় দেশগুলিতে এবং অন্যান্য অনেক এশিয়ান দেশে অংশীদার নেটওয়ার্কগুলির মাধ্যমেও খোলা রয়েছে৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান, এনআরবি ব্যাংকিং ইউনিটের প্রধান নাফিসা চৌধুরী এবং প্লাসিড এনকে করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি হেড ফারুক হেলালী প্রমুখ।